SL3 Program - প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শেখার ৬ মাসের একটি প্রোগ্রাম।
এই প্রোগ্রামের মূল লক্ষ্য হচ্ছে আপনাকে প্রোগ্রামার হিসেবে গড়ে তোলা। আসলে প্রোগ্রামার আপনাকেই হতে হবে, আমরা শুধু আপনাকে সঠিক গাইডলাইন প্রোভাইড করতে পারবো।
আমাদের এই প্রোগ্রামের মূল লক্ষ্য হচ্ছে -
- প্রোগ্রামিং মাইন্ডসেট তৈরি করা
- প্রথম থেকেই ডেটা কেন্দ্রিক চিন্তা করা
- প্রব্লেম খুঁজে বের করতে শেখা
- একটা প্রব্লেমকে ছোট ছোট অংশে ভাঙ্গতে শেখা
- প্রব্লেম সল্ভিং এবং কম্পিটিটিভ প্রোগ্রামিং
- ডকুমেন্টেশনের ভয় দূর করা
- প্রোগ্রামিং ল্যাংগুয়েজের ভয় দূর করা
- প্রোগ্রামিং ল্যাংগুয়েজের ওপরে ডিপেন্ডেন্সি দূর করা
এই প্রোগ্রাম শেষে, যদি আপনি প্রোগ্রামের বিষয়বস্তু আয়ত্ত করতে পারেন তাহলে যে কোনো ল্যাংগুয়েজে শিফট করাটা আপনার কাছে কোনো ব্যাপারই হবে না। সহজ ভাবে বললে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কেন্দ্রিক যেই চিন্তা ভাবনা সেটাই আপনার থাকবে না। প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর ভিতরকার পার্থক্যটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে। যদিও আমরা বলছি যে এটা ল্যাংগুয়েজ লার্নিং প্রোগ্রাম, কিন্তু বাস্তবিক অর্থে এটা একটা প্রোগ্রামিং লার্নিং প্রোগ্রাম যেখানে টুল বা ল্যাংগুয়েজ হিসেবে আপনি আপনার পছন্দের ল্যাংগুয়েজ (জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন) বেছে নিতে পারবেন।
এই প্রোগ্রামে যে যে বিষয় থাকছে -
- অনলাইন লাইভ ক্লাস (প্রতি সপ্তাহে দুইটা বা তার অধিক ক্লাস)
- নূন্যতম 24 টা লাইভ সেশন (প্রয়োজন বোধে 50 টাও হতে পারে)
- লাইভ সেশনের রেকর্ডেড ভিডিও
- সিক্রেট সাপোর্ট গ্রুপ
- 24/7 ডেডিকেটেড মেন্টর
- কোডিং চ্যালেঞ্জেস
- ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ অ্যাসাইনমেন্ট
- প্রব্লেম সল্ভিং
- কম্পিটিটিভ প্রোগ্রামিং
- প্রাইভেট প্রোগ্রামিং কন্টেস্ট
- প্রয়োজনীয় সমস্ত রিসোর্স
- ক্যারিয়ার প্লানিং এবং কনসালটেন্সি
প্রোগ্রামটি যেভাবে সম্পন্ন হবে -
এখানে গদ বাধা নিয়মে টানা ক্লাসের পর ক্লাস নেওয়া হবে না। একটা নির্দিষ্ট টপিক্স বোঝানোর জন্য যে কয়টা ক্লাস দরকার সেই কয়টা ক্লাস পর পর হয়ে থেমে যাবে এবং আপনাদেরকে বিউল্ড হওয়ার সময় দেওয়া হবে। বিষয়টা এরকম যে একতলার ছাদ ঢালাই দেওয়ার পরে ঢালাইটা শোকানোর জন্য কিছুটা সময় দেওয়া হবে। এক তলার ছাদ ভালো ভাবে শুকালে তবেই দ্বিতীয় তলার ছাদ নিয়ে কাজ শুরু হবে। এখানে প্রচুর লাইভ সেশন হবে, সাথে গ্রুপে রেকর্ডেড ভিডিও শেয়ার হবে। শুধু ভিডিও না, প্রয়োজনীয় যা রিসোর্স দরকার সব কিছুই শেয়ার হবে। আমাদের টার্গেট ৬ মাসের ভিতরেই প্রোগ্রামটা শেষ করা, তবে অনেক কিছুর ভিত্তিতে সময়টা একটু বৃদ্ধি পেতে পারে।
এই প্রোগ্রামে ইনিশিয়াল ভাবে আমরা তিনটা ল্যাংগুয়েজ নিয়ে শুরু করছি। পরবর্তীতে ল্যাংগুয়েজ সংখ্যা আরও বৃদ্ধি পাবে। তিনটা ল্যাংগুয়েজ হল জাভা, জাভাস্ক্রিপ্ট এবং পাইথন। প্রতিটা ল্যাংগুয়েজ এর জন্য আলাদা আলাদা ব্যাচ থাকবে এবং প্রতিটা ব্যাচেই সিট সংখ্যা নির্ধারিত। ল্যাংগুয়েজ এর ভিতরে কি কি শেখানো হবে এই প্রশ্ন এই প্রোগ্রামের জন্য অবাঞ্ছিত, কারণ এটা প্রোগ্রামিং এবং ল্যাংগুয়েজ লার্নিং প্রোগ্রাম। একটা ল্যাংগুয়েজ ব্যবহার করে একজন প্রোগ্রামারের মতো দক্ষতা অর্জন করায় এই প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য। তাই এখানে একজন প্রোগ্রামার হওয়ার জন্য যা যা দরকার তার সবই শেখানো হবে। অবশ্যই আমরা বলতে পারি না যে আমরা শতভাগ ল্যাংগুয়েজ আপনাকে শিখিয়ে দেব কিন্তু বাস্তব জীবনের সমস্যা সমাধান করার জন্য যা যা প্রয়োজন সবই এই প্রোগ্রামে কভার করা হবে। শেখা না শেখা পুরোটাই আপনার ব্যক্তিগত অভিপ্রায়। এই প্রোগ্রামে আপনি যেই ল্যাংগুয়েজ এই জয়েন করেন না কেন, প্রোগ্রাম শেষে আপনাকে 7-10 দিনের ভিতরে অন্য আর একটা ল্যাংগুয়েজ শিখতে হবে। এটা এই প্রোগ্রামের অন্যতম একটা গোল।
রেজিস্ট্রেশন ফি -
আপনি যদি আমাদের SL3 Program এর লার্নিং মেথড দেখে নিজে নিজেই শিখতে চান তাহলে নিচের লিংকে ভিসিট করে গাইডটা ভালো মতো পড়ুন। আর যদি আপনি আমাদের গাইডেন্স এক্সপেক্ট করেন তাহলে এত গুলো সার্ভিস প্রোভাইড করার জন্য অবশ্যই আপনাদের পকেট থেকে কিছু অর্থ ব্যয় করতে হবে। আমরা 6 মাসের এই প্রোগ্রাম যেখানে আমরা 12 টা সার্ভিস প্রোভাইড করবো তার জন্য আমরা একটা নূন্যতম ফি রাখার চেষ্টা করেছি। SL3 Program এর ফি হচ্ছে 15000 টাকা। 15 তারিখ রাত 12 টার ভিতরে যারা জয়েন করবেন তাদের জন্য 25% ছাড়ে ফি হচ্ছে 11250 টাকা। যারা আমাদের কোনো না কোনো বুটক্যাম্পে রেজিস্ট্রেশন করেছেন তারা যে কোনো একটা ল্যাংগুয়েজের জন্য SL3 Program এ সম্পূর্ণ ফ্রি জয়েন করতে পারবেন। SL3 Program এর ফি ইন্সটলমেন্টে দেওয়ার কোনো সুযোগ নেই, আপনাকে সম্পূর্ণ কোর্স ফি টায় একবারে ব্যাংকের মাধ্যমে প্রোভাইড করতে হবে। এবং কোনো প্রকার কোনো রিকুয়েস্ট গ্রহণযোগ্য নয়। দয়া করে কেউ রিকুয়েস্ট করে মেসেজ করবেন না।
যেভাবে নিজের সিট বুকিং দিবেন -
সিট বুকিং দেওয়া বলতে আসলে আমি রেজিস্ট্রেশনের কথায় বোঝাচ্ছি। রেজিস্ট্রেশন করতে আমাদের Stack Learner এর পেজে মেসেজ করতে পারেন। অথবা আমাদের সাথে ফোনে কথা বলতে পারেন - 01714137780 । অথবা আপনি চাইলে আমাদের অফিসে এসেও কথা বলতে পারেন। অফিসের ঠিকানা পাওয়ার জন্য গুগলে Stack Learner লিখে সার্চ করলেই আমাদের ঠিকানা বলে দিবে। (আপনি সার্চ করলে আমাদের কিওয়ার্ডের সার্চ ভলিউম একটু বাড়বে আরকি) । আর অফিসে আসার পূর্বে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করেই আসবেন।
Facebook Page: https://facebook.com/stacklearner
Email: support@stacklearner.com
Phone: 01714137780

